• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বখাটের ইভটিজিং সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

আনটিভি অনলাইন রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়া

  ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৮

বখাটের ইভটিজিং সইতে না পেরে আত্মহত্যা করেছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ভলাকুট কেবি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ডালিয়া আক্তার (১২)।

রোববার সন্ধ্যায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ডালিয়া আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকাবাসী, ডালিয়ার পরিবার এবং তার সহপাঠীরা বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ডালিয়ার পরিবার জানায়, স্কুলে যাবার পথে প্রায়ই ডালিয়াকে উত্যক্ত করত পাশের গ্রাম চকিদার পাড়ার বখাটে হামিদ মিয়া। এ নিয়ে ডালিয়ার পরিবারের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্দার মাতাব্বরের কাছে একাধিকবার গেলেও কোনো লাভ হয়নি। পরে বাধ্য হয়ে ডালিয়ার বাবা খেলো মিয়া তাবে ঢাকায় তার ছেলের বাসায় রেখে আসে। কয়েকদিন সেখানে রাখার পর কিছুদিন আগে ডালিয়াকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

রোববার ডালিয়াকে ফোনে ফের উত্যক্ত করে বখাটে হামিদ। এ যন্ত্রণা সইতে না পেরে ডালিয়া আত্মহত্যা করে বলে অভিযোগ তার স্বজনদের।

নাসিরনগর চালতপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ আহমেদ ভূইয়া বললেন, ডালিয়ার মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh