• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না : কাদের

ফেনী প্রতিনিধি

  ২০ নভেম্বর ২০১৭, ২২:১৯

আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক সরকার এটা আন্তরিকভাবে চায়। কারণ আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে ফেনীর মহিপাল ফ্লাইওভার পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বেগম জিয়ার দুর্নীতির মামলা বিচারাধীন। এখনও রায় হয়নি, তাহলে বিএনপি নেতারা কী করে বলেন তাকে কারাগারে পাঠানো হবে।

অতীতের ভুলের পুনরাবৃত্তি না ঘটিয়ে বিএনপি আগামী নির্বাচনে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কাদের বলেন, বেগম জিয়া আদালতে দণ্ডিত হবেন, না খালাস পাবেন তা আদালতের বিষয়।

আমরা এ ব্যাপারে আগাম কিছু বলতে পারব না। বেগম জিয়া যদি নিম্ন আদালতে দণ্ডিত হন তাহলে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

তিনি আরো বলেন, দেশের সর্ববৃহৎ ফেনীর মহিপাল ফ্লাইওভার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। ফেনীতে এসে উদ্বোধন করার ব্যাপারেও প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে।

এ সময় ফ্লাইওভার প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম রেজাউল ছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh