• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চাঁদা না পেয়ে ৪ জনকে কুপিয়ে জখম

ফেনী প্রতিনিধি

  ২০ নভেম্বর ২০১৭, ১৮:২২

ফেনীর ছাগলনাইয়ায় চাঁদা না দেয়ায় ঘরে ঢুকে শিশু ও বৃদ্ধসহ চারজনকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাতে ছাগলনাইয়া পৌরসভার পূর্ব বাঁশপাড়া নতুন গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবুল বাশারের ছেলে জাহিদ (২৮) জামালের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

রোববার রাতেও জাহিদ পিস্তল ও রামদা হাতে চাঁদার টাকা চাইতে আসে।

চাঁদা দিতে অস্বীকার করলে সে জামালের ঘরে গিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ওই ঘরে থাকা চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে ডাক্তার তাদের ফেনী সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

আহতরা হলেন ওই বাড়ির জামাল উদ্দিনের ছেলে ইসতিয়াক উজ-জামান জয় (১২), স্ত্রী নাহার জামান মুন্নি (৩৫), মা হোসনে আরা (৬০) এবং উদ্ধার করতে আসা নুরুন নাহার (৫০)।

এদের মধ্যে মুন্নি ও জয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতরা বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ জানান, হামলার ঘটনা আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh