• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেহেরপুরে বিএনপি নেতার বাড়ির গেটে বোমা

মেহেরপুর প্রতিনিধি

  ২০ নভেম্বর ২০১৭, ১১:২৭

মেহেরপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেনের বাড়ির মূল ফটক থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে বোমাটি উদ্ধার করে পানি-বালি ভর্তি একটি পাত্রে রাখা হয়।

জানা গেছে, গাংনী উপজেলা শহরের উত্তরপাড়ায় তিনতলা নিজ বাড়িতে বসবাস করেন আমজাদ হোসেন। বাড়ির নীচতলায় একটি টোব্যাকো কোম্পানির প্রতিনিধিরা ভাড়ায় থাকেন। কোম্পানির পিকআপ চালক বিল্লাল হোসেন সকালে গাড়ি বের করার সময় লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ্য বস্তু দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ বোমাটি পানি-বালি ভর্তি একটি পাত্রে রাখে।

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা যুবদল সভাপতি আখতারুজ্জামান ও উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, কেন এটি রাখা হয়েছে তা আমরা নিশ্চিত হতে পারছি না। আমাদের নেতা (আমজাদ হোসেন) অসুস্থ তাই ঘুমিয়ে রয়েছেন। তিনি ঘুম থেকে উঠলে আপনাদের সঙ্গে কথা বলবেন।

এ প্রসঙ্গে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এটি আসলে বোমা কিনা তা দেখা হচ্ছে। আতঙ্ক ছড়ানোর জন্য কেউ এটি রেখে যেতে পারে বলে ধারণা করছি।
এ বিষয়ে তদন্ত করে জানানো হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেরপুরে তীব্র তাপপ্রবাহ, বাধাগ্রস্ত হচ্ছে চাষের কাজ 
মুজিবনগর দিবসে উপজেলায় ছুটি, থাকছে নানা কর্মসূচি
মেহেরপুরে মুজিবনগর দিবসে বিশেষ আয়োজন 
শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না জামাতার
X
Fresh