• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডাস্টবিনে ফেলে যাওয়া নবজাতককে নিয়ে বিড়ালের টানা-হেচড়া

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ নভেম্বর ২০১৭, ২৩:৩৬

গাজীপুর মহানগরীর তিনসড়কের একটি ডাস্টবিনে ফেলে যাওয়া নবজাতককে বিড়ালের কবল থেকে উদ্ধার করল এক পোশাকশ্রমিক দম্পতি।

রোববার দুপুরে ঢাকা-গাজীপুর সড়কের পাশের ওই ডাস্টবিন থেকে কয়েক ঘণ্টা বয়সী শিশুটিকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা এ নবজাতককে ডাস্টবিনে ফেলে গেছে তা জানা যায়নি।

ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, দুপুরে দিকে তিনসড়কের স্প্যারো কারখানার পোশাকশ্রমিক দম্পতি আব্দুল মতিন ও রেখা আক্তার শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন।

তিনি জানান, শিশুটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে বিড়ালের দাঁত ও নখের ক্ষতচিহ্ন রয়েছে। হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়েছে। এ মুহূর্তে শিশুটি শঙ্কামুক্ত।