• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, চিকিৎসকসহ আটক ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৭ নভেম্বর ২০১৭, ১২:৩৬

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের এস এম কে হাসপাতালের অপারেশন থিয়েটারে ফাতেমা বেগম নামের এক রোগীর মৃত্যু হয়েছে।

ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মারা গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। এ ঘটনায় চিকিৎসকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।

তবে পুলিশ গণমাধ্যমকে এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।

নিহতের ভাই ইসমাইল হোসেন আরটিভি অনলাইনকে জানান, ফাতেমা জরায়ুতে টিউমার রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে এস এম কে হাসপাতালে ভর্তি হন।

পরে প্রসূতি রোগ বিশেষজ্ঞ কাজী ফয়েজা আক্তারের তত্ত্বাবধানে ফাতেমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ভোর রাতে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে স্বজনদের খোঁজ করেন ডাক্তার।

এ সময় ফাতেমাকে ওই হাসপাতাল থেকে কুমিল্লা নিয়ে যেতে বলা হয়। পরে রোগীর স্বজনরা গিয়ে দেখেন ফাতেমা মারা গেছেন।

এ বিষয়ে জানতে হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এর আগে পুলিশ ওই হাসপাতাল থেকে অভিযুক্ত ডা. কাজী ফয়েজা আক্তার, প্রফেসর ডা. গোলাম মাইন উদ্দিন, আলমগীরসহ চারজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন।

তবে চন্দ্রগঞ্জ থানা পুলিশ গণমাধ্যমকে এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh