• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গারা বহন করছে মরণঘাতী এইডস

কক্সবাজার প্রতিনিধি

  ১৪ নভেম্বর ২০১৭, ১৩:২৬

মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী অনেক রোহিঙ্গা শরীরে বহন করছে মরণঘাতী রোগ এইডস।

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ৬১ জনের শরীরে এরইমধ্যে শনাক্ত হয়েছে এইচআইভি ভাইরাস।

এদিকে এই মরণঘাতী এইডস রোগীর সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা করছেন চিকিৎসকরা।

কক্সবাজার সদর হাসপাতালের আরএমও শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, চিহ্নিতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে মরণঘাতী এ রোগটি ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

অন্যদিকে অভিযোগ রয়েছে, অসহায়ত্বের সুযোগ নিয়ে অনেক রোহিঙ্গা যুবতীকে দেহ ব্যবসায় নামাচ্ছে স্থানীয় দালালরা। আর এসব দালালের ফাঁদে পড়ে অনেক রোহিঙ্গা যুবতীও জড়িয়ে পড়ছে দেহ ব্যবসায়।

এইডস বহনকারী রোহিঙ্গাদের নির্দিষ্ট স্থানে রাখার পাশাপাশি রোগটির ছড়িয়ে পড়া ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা।

সেনা চৌকিতে হামলার অভিযোগ এনে গেলো ২৫ আগস্ট থেকে মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্রপন্থি বৌদ্ধরা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্মম অত্যাচার শুরু করে। এরপর থেকে টেকনাফ ও বান্দরবান সীমান্ত দিয়ে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

জাতিসংঘের তথ্যমতে এ পর্যন্ত ছয় লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। প্রায় ৫০০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে। ধর্ষণ করা হয়েছে অসংখ্য রোহিঙ্গা নারীকে। বাংলাদেশ সরকার বায়োমেট্রিক পদ্ধতিতে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম শুরু করেছে।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পালিয়ে আসা ২৮৫ সীমান্তরক্ষীকে ফেরত নিচ্ছে মিয়ানমার
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
‘এক বন্ধুকে খুশি করতে অন্যের বিরাগভাজন হতে পারি না’
X
Fresh