• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

গোপালগঞ্জে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি

  ০৯ নভেম্বর ২০১৭, ১১:২১

গোপালগঞ্জে শুরু হলো তিন দিনব্যাপী জেলা ইজতেমা। তাবলিগ জামাতের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতেই এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার আমবয়ানের মধ্যে দিয়ে জেলার মরা মধুমতি নদীর তীরে ৪০ একর জমির ওপর হাউজিং প্রকল্প মাঠে এই ইজতেমা শুরু হয়। শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই আয়োজন।

গোপালগঞ্জ ও এর আশপাশের জেলার প্রায় ২ লাখ মুসল্লি এই ইজতেমায় অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

ইজতেমাকে সামনে রেখে বুধবার বিকেল থেকেই ইজতেমা ময়দানে জমায়েত হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ইজতেমা উপলক্ষে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ সাইদুর রহমান খান।

তিনি বলেন, মুসল্লিরা যেনো স্বাভাবিকভাবে ইজতেমা শেষ করতে পারেন, সে জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্রেতা সংকটে বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবি
ইজতেমায় আসা মালয়েশিয়ার নাগরিকের মৃত্যু
আখেরি মোনাজাত শেষ, ফিরতি পথে মুসল্লিদের ঢল
ইজতেমায় আখেরি মোনাজাতে লাখো মুসল্লি
X
Fresh