• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আঙ্গিনায় মাল্টা চাষ করে সাড়া ফেললেন বেলাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

  ০৭ নভেম্বর ২০১৭, ১৫:৫৭

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাড়ির আঙ্গিনায় মাল্টার বাগান করে সাড়া ফেলেছেন চাষি বেলাল হোসেন।

কৃষি বিভাগের পরামর্শে ২০১৫ সালে বাড়ির আঙ্গিনায় বারি মাল্টা-১ জাতের ৭৩টি চারা রোপণ করেন উপজেলার কাঠালডাঙ্গী গ্রামের স্কুলশিক্ষক বেলাল হোসেন।

গত বছর মাত্র একটি গাছে ফল আসলেও এ বছর ২০টি গাছে ফল ধরেছে। এক একটি গাছে ৭০ থেকে ১০০টি করে মাল্টা ধরেছে।

এরই মধ্যে পাকতে শুরু করেছে মাল্টা। যা এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। নতুন করে ওই চাষি আরো দুই একর জমিতে মাল্টার আবাদ করেন।

তাকে দেখে অনেকে আগ্রহী হয়ে উঠেছেন মাল্টা চাষে। আবার লাভজনক হওয়ায় বাণিজ্যিক ভিত্তিতে ফলটি চাষের কথাও ভাবছে কৃষি বিভাগ।

হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা নইমুল হুদা সরকার আরটিভি অনলাইনকে জানান, এসব মাল্টা খেতে খুব সুস্বাদু।

তাই ভবিষ্যতে এ উপজেলায় আরো ব্যাপক হারে মাল্টা চাষ করা সম্ভব হবে।

এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, মাল্টা চাষের পরিসর বাড়ানো গেলে স্কুলশিক্ষক বেলাল হোসেনের মতো সাফল্যের মুখ দেখবে আরো অনেকেই।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh