• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সারাদেশে বজ্রপাতে ১৩ জন নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৪

মঙ্গলবার বজ্রপাতে সুনামগঞ্জে ৬ জনসহ দেশের বিভিন্নস্থানে ১৩ জন মারা গেছেন। সুনামগঞ্জের দিরাই উপজেলার মাটিয়পুর গ্রামে, তাতিন বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ২ জেলে নিহত হয়েছেন। এসময় আহত পাঁচজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে মারা যান আরো একজন।

এদিকে, দুপুরে শাল্লা উপজেলায় বজ্রপাতে একই পরিবারের তিনজন মারা গেছেন। ভোরে টাঙ্গাইলের মধুপুরগড়ে বজ্রপাতে নিখিল হাজং এবং তার দু’ছেলে জজ সিমসাং ও লোটন সিমসাং মারা যায়। এতে আহত হয়েছেন, নিহত নিখিলের স্ত্রী জনতা সিমসাং। সকালে, কিশোরগঞ্জের করিমগঞ্জের গুজাদিয়ায়, বজ্রপাতে মা ললিতা ও তার ছেলে রিমন মারা গেছে। এতে ললিতার মেয়ে বিউটি গুরুতর আহত হয়েছে। এছাড়াও মানিকগঞ্জ ও দিনাজপুরে বজ্রপাতে দু’জন মারা গেছেন।



এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh