• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাবেক সাংসদের গানম্যান নিজের বন্দুকের গুলিতে নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

  ২৯ অক্টোবর ২০১৭, ২১:১০

নিজের বন্দুকের গুলিতে ময়মনসিংহের ত্রিশাল-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আলীর গানম্যান মারা গেছেন। নিহতের নাম আজগর আলী (৫২)। তিনি বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুরের বাসিন্দা।

শনিবার দিনগত মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে তার মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়।

রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করার পর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সাবেক এমপি রেজা আলী বলেন, ‘শনিবার দুপুরে ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের রেনি ফার্মে বন্দুক পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হন আজগর আলী। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বন্দুকটি আজগর আলীর নামে লাইসেন্স করা।’

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, আজগর আলী নিজের নামে লাইসেন্সকৃত বন্দুকের গুলিতেই মারা গেছেন। তবে তার পরিবারের কেউ যদি অভিযোগ করে তা আমলে নিয়ে তদন্ত করা হবে।

এদিকে আজগর আলীর নামে লাইসেন্স করা বন্দুকসহ ১০ রাউন্ড গুলি জব্দ করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি জাকিউর।

নিহতের ভাগিনা চিকিৎসক মোল্লা মিজানুর রহমান জানান, নিহত আজগর আলী ৩-৪ বছর ধরে রেজা আলীর গানম্যান হিসেবে কাজ করছেন। নিজের অসাবধানতার কারণেই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে তাদেরও ধারণা।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh