• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এক ইলিশেই ১০ হাজার

ভোলা প্রতিনিধি

  ২৯ অক্টোবর ২০১৭, ০৯:২৮

ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ পাওয়া গেছে। বলা হচ্ছে এই মৌসুমের সবচেয়ে বড় ইলিশ মাছ এটি।

শুক্রবার রাতে বেলাল মাঝির জালে এই মাছটি ধরা পড়ে।

এদিকে ইলিশ মাছটি পেয়ে খুশি মাঝি ও জেলেরা। মাছটি ধরার পর মনপুরার সবচেয়ে বড় রামনেওয়াজ বাজার মৎস্য ঘাটে নিয়ে আসেন বেলাল মাঝি। মাছটি বিক্রির জন্য মৎস্য আড়তে আনলে দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। মৌসুমের শেষের দিকে এসে এত বড় ইলিশ মাছ দেখে সবাই অবাক।

বেলাল মাঝি মনপুরা সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলে মাছটি ধরেন। পরে মাছটি বিক্রির জন্য রাত ৮টায় রামনেওয়াজ মৎস্য ঘাটে আনা হলে মনপুরার মৎস্য ব্যবসায়ী ও আড়তদার মো. ফরহাদ হাওলাদার মাছটি ১০ হাজার টাকায় কিনে নেন।

২২ দিন বন্ধ থাকার পর ২২ অক্টোবর রাত থেকে ফের ইলিশ ধরা শুরু হয়।

মৎস্য কর্মকর্তারা বলছেন, এবারের এই অভিযান ৯০ ভাগ সফল হয়েছে। বিভিন্ন সমস্যার কারণে ১০ ভাগ সফল হয়নি। তবে জেলেরা অনেক সচেতন হয়েছেন।

ভোলা সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, তার উপজেলায় তিনটি নদী। অভিযান চলাকালীন সময়ে আইন অমান্য করে মোট জেলের এক ভাগ মাছ ধরতে নেমেছিলেন। যারা নেমেছিলেন তাঁদের ৭৫ ভাগ জেলেকেই আটক করা হয়েছে। এ সফলতার কারণ জেলেদের মধ্যে সচেতনতা ও দ্রুতগামী স্পিডবোট। আরও লোকবল ও স্পিডবোটের প্রয়োজন ছিল বলে জানান তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ৬ লাখ টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা
বাংলা নববর্ষে পান্তা-ইলিশের একাল-সেকাল
বাজারে বৈশাখী হাওয়ায় বেড়েছে ইলিশ-পোলট্রি মুরগির দাম
চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ অন্যান্য মাছ জব্দ
X
Fresh