• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বালুখালীতে রোহিঙ্গাদের হামলায় আহত ৪ বাংলাদেশি

কক্সবাজার প্রতিনিধি

  ২৮ অক্টোবর ২০১৭, ০৯:৩৬

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে ডাকাত সন্দেহে রোহিঙ্গাদের হামলায় স্থানীয় চার বাংলাদেশি আহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতে বালুখালী রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।

আহতদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা এমএসএফ পরিচালিত হাসপাতাল ও একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, শুক্রবার রাত একটার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাত সন্দেহে স্থানীয় কয়েকজন বাংলাদেশির ওপর রোহিঙ্গারা হামলা চালায়। এতে চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

আহতদের ধারাল অস্ত্রের জখম রয়েছে জানিয়ে ওসি বলেন, তাদের মধ্যে দুইজনকে কুতুপালং এলাকার এমএসএফ হাসপাতালে এবং অপর দু্ইজনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলেও ওসি জানান।

সেনা চৌকিতে হামলার অজুহাতে গেলো ২৫ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হামলা চালায় দেশটির সেনাবাহিনী ও উগ্রপন্থি বৌদ্ধরা।

এরপর থেকেই হাজার হাজার রোহিঙ্গা টেকনাফ ও বান্দরবান সীমান্ত দিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। জাতিসংঘের তথ্যমতে এ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

পাঁচ হাজারের মতো রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। শতশত বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন অসংখ্য নারী।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
X
Fresh