• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেত্রকোনায় প্রতিমা ভাঙচুর

নেত্রকোনা প্রতিনিধি

  ২৬ অক্টোবর ২০১৭, ২১:২৭

নেত্রকোনা সদর উপজেলায় সার্বজনীন রক্ষাকালী মন্দিরে পাঁচটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার রাতে উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বাইশধার পূর্বপাড়ার সার্বজনীন কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মডেল থানার পুলিশ এবং সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালী মন্দিরের সদস্য চন্দন সরকার জানান, বুধবার রাত তিনটার দিকে তার ভাই ঘুম থেকে উঠে দেখতে পান মন্দিরের কলাপসিবল গেইটের ভেতর দিয়ে একটি বাঁশে আংটা লাগিয়ে কে বা কারা বাহির থেকে ৫টি প্রতিমা ভাংচুর করেছে। ভাঙচুরকৃত মূর্তির মধ্যে রয়েছে ১টি বড় ও ১টি ছোট কালী মূর্তি, ১টি রাধা মূর্তি, ১টি কৃষ্ণ মূর্তি ও ১টি গদাই মাদাই মূর্তি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা বলেন, আমাদের গ্রামে হিন্দু মুসলমানরা মিলেমিশে থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে দুষ্কৃতিকারীরা দূরে থেকেই এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমুর ইলী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার করে আইনের মাধ্যমে শাস্তি দেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিয়ায় হেলমেট বাহিনীর তাণ্ডব, ব্যবসায়ীর দোকান ভাঙচুর
বিজয়কে বহনকারী গাড়ি ভাঙচুর করল ভক্তরা (ভিডিও)
সরলতার প্রতিমাসহ খালিদের শ্রোতাপ্রিয় যত গান
নিউইয়র্কে বসেই স্বামী হারানোর খবর পেলেন খালিদের স্ত্রী
X
Fresh