• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গারাই তো মিয়ানমারে ফিরতে চাচ্ছে না : সু চি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ অক্টোবর ২০১৭, ১৯:৪৩
ফাইল ছবি

আপনারা তাদের (রোহিঙ্গা) মিয়ানমারে ফিরে আসতে উৎসাহিত করুন। তারাই তো এখন ফিরে আসতে চাচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ কথা বলেছেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি।

মিয়ানমার সফর শেষে দেশে ফিরে বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সু চির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমি সু চিকে বলেছি যে আপনি নিশ্চয় জানেন রোহিঙ্গারা কেন মিয়ানমারে ফিরতে চায় না। ফেরার পরিবেশ নাই বলেই ফিরতে চাচ্ছে না তারা। কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করেন। রাখাইনে শান্তি ফিরলে আমরাও বাঁচি। আপনারাও এই অশান্তি থেকে রেহাই পাবেন।

তিনি আরো বলেন, আমি তাকে বলেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছেন, আপনিও মিয়ানমারকে সে জায়গায় নিতে পারবেন। বাংলাদেশের মানুষ সেটা বিশ্বাস করে।

রোহিঙ্গা সঙ্কট সমাধানে আলোচনা করতে গেলো সোমবার মিয়ানমার যান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা শেষে বুধবার সু চির সঙ্গে বৈঠক করেন তিনি।

গত ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর থেকে এই দুই মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে এসেছে।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের কারণে কক্সবাজারে দীর্ঘস্থায়ী খাদ্যনিরাপত্তাহীনতা: এফএসআইএন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
X
Fresh