• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরিশালের পাইকারি বাজারে প্রচুর ইলিশের সমাগম

বরিশাল প্রতিনিধি

  ২৪ অক্টোবর ২০১৭, ১১:১২

সোমবার মধ্যরাত থেকেই বরিশালের জেলেরা স্থানীয় নদীতে জাল ফেলেছেন। এতে প্রচুর মাছও তাদের জালে ধরা পড়ছে। মেঘনা, কালাবদর শ্রীপুর নদীতে এখন জেলেদের মহোৎসব। কর্মব্যস্থ হয়ে পড়েছে নগরীর পোর্টরোডস্থ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পাইকারি ইলিশের মোকাম।

ইলিশ ধরার নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হওয়ার পর প্রথম দিনই মৌসুমের রেকর্ড পরিমাণ ইলিশের আমদানি হয়েছে মোকামে। এর পরিমাণ ৫ হাজার মণের বেশি বলে জানা গেছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম পহেলা অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা, বিপনন ও বহন করা ওপর নিষেধাজ্ঞা ছিল। সেই সময় যে সব জেলে নদীতে জাল ফেলেছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তবে অবরোধের পর জালে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ায় তারা এখন বেজায় খুশি।

জেলেরা জানান, অন্যান্য বছরের চেয়ে এ বছর অনেক বেশি ইলিশ ডিম ছাড়াতে সাগর থেকে নদীতে এসেছে। নির্ধারিত সময়ের পর জেলেরা মাছ শিকারে গেছেন। নিষেধাজ্ঞার সময় জেলেরা মাছ ধরেননি। এ জন্য প্রথম দিনই বেশি মাছ ধরা পড়ে।