• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চাঁদাবাজির মামলায় এমপি পুত্র রুমন গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট, সাতক্ষীরা

অনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২২

চাঁদাবাজির দু’মামলায় সাতক্ষীরার সংরক্ষিত মহিলা আসনের এমপি রিফাত আমিনের পুত্র রাশেদ সারোয়ার রুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা জানান, রুমন সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশ্যে পালিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, যুবলীগ নেতা জুলফিকার আলী উজ্বল ও ব্যবসায়ী সিরাজুল ইসলাম বুলেটের করা দু’টি চাঁদাবাজির মামলায় রুমনকে গ্রেপ্তার করা হয়েছে।

গেলো ১১ সেপ্টেম্বর রাতে স্থানীয় যুবলীগ নেতা উজ্বলসহ চারজনকে মারধর করেন রুমন। ওই রাতেই রুমন এক নারীসহ মাগুরার বউ বাজারস্থ সোনা চোরাচালানি মিলন পালের বাগান বাড়িতে যায়। সকালে এ খবর জানাজানি হলে গ্রামবাসী বাড়ি ঘিরে গনপিটুনি দেয় তাকে।

১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ঈদের দিন রুমন তার মা মহিলা এমপি রিফাত আমিনকে নিয়ে মিলন পালের বাড়িতে যান। এ সময় তারা সন্ত্রাসী বাহিনী দিয়ে মিলন পালের বাড়ির তালা ভেঙ্গে ভেতরে ঢুকে রুমনের ফেলে রাখা অস্ত্র উদ্ধার করেন। এবং সেখান থেকে স্বর্ণালংকারসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট করেন।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh