• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাবেক এমপির গাড়িতে হামলা, কাল সিরাজগঞ্জে অর্ধদিবস হরতাল

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২২ অক্টোবর ২০১৭, ২৩:২৬

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির চার নেতা আহত হয়েছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আরটিভি অনলাইনকে জানান, কামারখন্দ উপজেলা বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক নুরুল ইসলামের পরিবারকে সমবেদনা জানাতে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের নেতৃত্বে বিএনপি নেতারা তার বাড়িতে যান।

দুপুরে কামারখন্দ থেকে বাড়ি ফেরার পথে সয়দাবাদ ইউনিয়নের কড্ডা মোড়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাজার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় রুমানা মাহমুদের গাড়ির গ্লাস ভেঙে যায়।

পরে তাৎক্ষণিক পুলিশ সুপার কার্যালয়ে এসে বিষয়টি তাকে অবগত করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সাইদুর রহমান বাচ্চু।

এদিকে সাবেক এমপির গাড়িতে হামলার ঘটনায় সোমবার (২৩ অক্টোবর) সিরাজগঞ্জে অর্ধদিবস হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। রোববার বিকেল চারটায় দিকে জেলা শহরের হোসেনপুরে রুমানা মাহমুদের বাড়িতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির পক্ষ থেকে এ হরতালের ডাক দেয়া হয়।

সংবাদ সম্মেলনে বেগম রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি এম. মোকাদ্দেছ আলী, সহ-সভাপতি মুজিবুর রহমান লেবু ও আজিজুর রহমান দুলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বেগম রুমানা মাহমুদ বলেন, ‘এ ধরনের হামলার উদ্দেশ্য কি শুধু আমাকে ভয় দেখানো, নাকি আমার প্রাণনাশের চেষ্টা। বিষয়টি আমার এখনও বোধগম্য নয়। এ ধরনের নোংরা রাজনীতি চলতে থাকলে সুস্থ গণতন্ত্রের বিকাশ হবে কিভাবে’।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh