• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতাকে অপহরণ, সোমবার পানছড়িতে অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি

  ২২ অক্টোবর ২০১৭, ২১:২১

খাগড়াছড়ি থেকে পার্বত্য চুক্তিবিরোধী পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতাকে অপহরণ করা হয়েছে।

রোববার দুপুরে জেলা শহরের কলেজ রোডের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি সোহেল চাকমা ও সহ-সভাপতি জুয়েল চাকমা।

এ ঘটনায় পাহাড়ি ছাত্র পরিষদ জেএসএস এম এন লারমা সমর্থিত গ্রুপকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা আরটিভি অনলাইনকে জানান, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে সন্ত্রাসীরা দুই নেতাকে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি মোটরসাইকেলে করে দীঘিনালা সড়কের দিকে নিয়ে গেছে। এরপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান আরটিভি অনলাইনকে জানান, অপহরণের বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৩ অক্টোবর) পানছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ডেকেছে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম উপজেলা শাখা।

গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুর মঙ্গল চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অবরোধের তথ্য জানা যায়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানছড়িতে ঝুলন্ত মরদেহ উদ্ধার
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত ১
পানছড়িতে ২ ব্রিকফিল্ডে প্রশাসনের অভিযান
X
Fresh