• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় খাদেমের হাতে নারী ভক্ত খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২২ অক্টোবর ২০১৭, ১৬:৫৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক মাজারে খাদেমের পিটুনিতে এক নারী ভক্তের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে আখাউড়া খরমপুর মাজারের প্রধান ফটকের সামনে এই ঘটনাটি ঘটে।
নিহত ভক্তের নাম রাবিয়া খাতুন (৭০)। তিনি মাজারেই থাকতেন এবং পরিচ্ছন্নতাকর্মী হিসেবে সেখানে কাজ করতেন।
এ ঘটনায় খাদেম রিংকুকে আটক করেছে পুলিশ। রিংকু উপজেলার খড়মপুর পশ্চিম পাড়া এলাকার নূরুল ইসলাম খাদেমের ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাবিয়া প্রায় ৩০ থেকে ৪০ বছর ধরে এই মাজারে কাজ করতেন এবং মাজারেই থাকতেন। রোববার দুপুরের দিকে রাবিয়া মাজারের প্রধান ফটকের কাছে কাজ করছিল। এ সময় রিংকু খাদেম রাবিয়াকে বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর সহযোগিতায় রিংকু খাদেমকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, রিংকুর বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কি কারণে রিংকু ওই নারীকে মেরেছেন সেটি এখনো স্পষ্ট করে জানা যায়নি।
এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রেম করে বিয়ের ২ মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা 
সড়কে ঝরল কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালকের প্রাণ
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব
X
Fresh