• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

দুদিনের টানা বৃষ্টি, জলাবদ্ধতা হতেই পারে: মেয়র

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৭, ১৪:০৬

ঢাকায় টানা দুই দিনে ২৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে জলাবদ্ধতা হতেই পারে। বললেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

রোববার সকালে রাজধানীর একটি হোটেলে 'মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা' শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন সংস্থার মধ্যে বিরাজমান সমন্বয়হীনতার অভাব রয়েছে। ফলে অনেক কাজ সহজতর হয় না। আর এ জলাবদ্ধতার পেছনে ওয়াসার দায় আছে।

সাঈদ খোকন বলেন, সিটি করপোরেশনের অন্য যেকোনো কাজের চেয়ে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে সকাল ৭টা থেকে রাত ১০টার মধ্যে কোনো বর্জ্য অপসারণ কার্যক্রম আর পরিচালনা হয় না।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জলাবদ্ধতা নিয়ে তিনি বলেন, ঢাকা শহরের খালগুলো ভাগাড়ে পরিণত হয়েছে। এগুলো পরিষ্কার করতে হবে। সবকটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধন করতে হবে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গণির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেকসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমসি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটের পৌর মেয়রসহ বিএনপির ৪ নেতাকর্মী কারাগারে
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন দুই মেয়র
শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র
যানজট নিরসনে নেমে মেয়র খেলেন মামলা 
X
Fresh