• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

নিত্যদিনের দুর্ভোগ আরো বাড়ল বৃষ্টিতে

টাঙ্গাইল প্রতিনিধি

  ২১ অক্টোবর ২০১৭, ১০:১৬
ফাইল ছবি

প্রায় প্রত্যেক দিনেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এর মাত্রা বেড়েছে টানা বৃষ্টিতে।

শনিবার সকালে সরজমিনে দেখা গেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে চন্দ্রা পর্যন্ত যানবাহন চলাচল করছে খুবই ধীরগতিতে। এতে রাস্তা পাড়ি দিতে দ্বিগুণের বেশি সময় লেগে যাচ্ছে। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান জানান, বেশির ভাগ রাস্তায় খানা-খন্দ ও ছোট-বড় গর্তের সৃষ্টি হওয়ায় মহাসড়কে যানবাহনের ধীরগতি সৃষ্টি হচ্ছে। এ ছাড়া চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের অধিকাংশ স্থানে পিচ ঢালাই উঠে ছোট-বড় অসংখ্য খানা-খন্দ সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে সেখান দিয়ে যান চলাচল করছে।

তিনি আরো জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চারলেনে উন্নীত করার জন্য কয়েকটি স্থানে সড়ক কাটা হয়েছে। এছাড়া টানা বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে রয়েছে। এ কারণে যানবাহন খুবই ধীরগতিতে চলছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
যেসব জায়গায় হতে পারে শিলাবৃষ্টি
রাজশাহীতে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
X
Fresh