• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কুষ্টিয়ায় দেয়াল চাপায় এক ব্যক্তির মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

  ২১ অক্টোবর ২০১৭, ১০:১২

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বসতবাড়ির মাটির দেয়াল চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রুপচাঁদ মল্লিক (৫২)।

চিথলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল জানান, ভোরে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন রুপচাঁদ মল্লিক। এ সময় হঠাৎ বসতঘরের মাটির দেয়াল ধসে চাপা পড়েন তিনি। পরিবারের লোকজন ও স্থানীয়রা মাটি কেটে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

তার এই মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা।

দুই দিনের টানা বর্ষণের ফলে ঘরের দেয়ালের মাটি নরম হয়ে ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

কার্তিক মাসের এই বৃষ্টিতে সারাদেশের মানুষ দুর্ভোগে পড়েছে। টানা দুই দিনের এই বৃষ্টির কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশের জনজীবন স্থবির হয়ে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটেছে। পাহাড় এলাকার লোকজনকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।

নৌ-রুটে লঞ্চ ও ফেরিসহ সকল যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেই লঞ্চ চলাচল পুনরায় শুরু হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবকের মৃত্যু
বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত ১, আহত ২
X
Fresh