• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খাগড়াছড়িতে জেএসএস কর্মীকে জবাই করে হত্যা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৭, ০৮:৫৫

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গ্রুপের এক কর্মীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের খ্রিষ্টানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জেএসএস কর্মীর নাম সমুয়েল চাকমা (৪৩)। তিনি এমএন লারমা গ্রুপের সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা সমুয়েল চাকমাকে জবাই করে তার বাড়ির পাশের সড়কে ফেলে যায়। পরে খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার গলায় ধারালো অস্ত্রের দাগ রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আঞ্চলিক রাজনৈতিক প্রতিপক্ষ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

মূলত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সশস্ত্র জেএসএস ও ইউপিডিএফের মধ্যে প্রায়ই সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে।

তাছাড়া এই দুটি সংগঠনের বিরুদ্ধে পাহাড়ে অব্যাহত চাঁদাবাজি, অপহরণ, হত্যা, গুম ও খুনের অভিযোগ রয়েছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র মজুদের অভিযোগও রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরু চুরি করে জবাই, হরিণের মাংস বলে বিক্রি
সিএনজি চালককে জবাই করে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
মেয়েকে জবাই করে বাবার আত্মহত্যার চেষ্টা
মাংসের দোকানে কুকুর জবাই
X
Fresh