• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নিজ ঘরে উপজেলা চেয়ারম্যানের ঝুলন্ত লাশ

শেরপুর প্রতিনিধি

  ২০ অক্টোবর ২০১৭, ১১:১০

নিজ বাসা থেকে শেরপুরের নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৯টার দিকে নকলা থানার পাশের ফল পট্টি মোড়ের নিজ বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

চেয়ারম্যানের নাম মাহবুব আলী চৌধুরী মনির (৫৫)। তিনি জেলা বিএনরি নেতা ছিলেন। তার ভাই মরহুম জাহেদ আলী চৌধুরী জাতীয় সংসদের হুইপ ও বিএনপির কেন্দ্রীয় নেতা ছিলেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, শুক্রবার সকাল নয়টার দিকে মাহবুব চৌধুরী ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তার শয়নকক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হলে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, ‘সম্ভবত এটা আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের পরই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যার ঘটনা।

মাহবুব আলী চৌধুরী এবার প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পরপর কয়েকবার উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দাফন করা হবে বলেও জানান ওসি।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
পুকুরে ভাসছিল শিশুর মরদেহ, টানাটানি করছিল কুকুরে!
X
Fresh