• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘বন্দুকযুদ্ধে’ নিহতের কাছে থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি

  ২০ অক্টোবর ২০১৭, ১০:২১

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাব বলছে, তিনি ‘মাদকসম্রাট’। এ সময় তার কাছ থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফারুক। তিনি এলাকায় বাইট্যা ফারুক ওরফে বস ফারুক নামে পরিচিত। তার বিরুদ্ধে ১৮টি মামলা থাকার কথা জানিয়েছে র‌্যাব।

ঘটনাস্থলে ফারুকের কাছ থেকে দুই লাখ ইয়াবা, ফেনসিডিল, বিদেশি দুটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার সকালে র‌্যাব ৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, মাদকসম্রাট ফারুককে (৪২) ধরতে র‌্যাব অভিযান চালায়। এ সময় ফারুক র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির মধ্যে পড়ে ফারুক নিহত হন।

পরে তার মরদেহ সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোড এলাকা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
মালয়েশিয়ায় বন্দুকযুদ্ধে বাংলাদেশিসহ নিহত ৩
শ্রীপুরে পিস্তল ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার 
সাজেকে ইউপিডিএফ ও জেএসএসের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, শিশু গুলিবিদ্ধ
X
Fresh