• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চুয়াডাঙ্গায় কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

আরটিভি অনলাইন রিপোর্ট, চুয়াডাঙ্গা

অনলাইন ডেস্ক
  ১৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৮

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কথিত বন্দুকযুদ্ধে রাকিবুল ইসলাম (মেম্বার) নামে যুবক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি স্কুলছাত্র সজিব হত্যার প্রধান আসামি বলে জানা গেছে।

শনিবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর গ্রামের আমবাগানে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি।

ঘটনাস্থল থেকে ১টি দেশিয় শাটারগান, ২ রাউন্ড গুলি ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত রাকিব সদর উপজেলার আলুকদিয়া গ্রামের ঈমান আলীর ছেলে।

র‌্যাব জানায়, খুনের পর থেকেই আত্মগোপনে ছিলেন এই যুবক। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে অভিযানে যায় র‌্যাব। উপস্থিতি টের পেয়ে রাকিবুল ও তার লোকজন গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয় রাকিবুল। পরে আহত অবস্থায় দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে তার মৃত্যু হয়।

এসএস /

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh