• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বালতিতে পড়ে এক বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৮ অক্টোবর ২০১৭, ২৩:৪০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসায় রাখা পানির বালতিতে পড়ে আঞ্জুম নামে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার ব্রাহ্মণদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশুর মা অ্যানি জানান, তিনি আড়াইহাজারের একটি প্রাইমারি স্কুলের চাকরি করেন। তাই প্রতিদিন তার মেয়েকে বাবা প্রকৌশলী আহাম্মদ আলীর বাসা রেখে যান। ওই সময়টা শিশু আঞ্জুম নানি ও খালার কাছে থাকে। বুধবারও তিনি আঞ্জুমকে রেখে স্কুলে গেলে সে তার নানি ও খালার চোখ ফাঁকি দিয়ে বালতিতে রাখা পানিতে পড়ে যায়।

পরে আঞ্জুমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আঞ্জুম মাতুয়াইল এলাকার তুষার মিয়ার মেয়ে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় পরিবার কোনও মামলা করেনি।

পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
নারায়ণগঞ্জে ২ পক্ষের সংঘর্ষ, শিশুসহ গুলিবিদ্ধ ৮
নারায়ণগঞ্জে কাঁচাবাজারে আগুন, ২০০ দোকান পুড়ে ছাই
নারায়ণগঞ্জে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
X
Fresh