• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সম্পত্তির লোভে বাবাকে হত্যার অভিযোগ

সাভার প্রতিনিধি

  ১৮ অক্টোবর ২০১৭, ১৬:০২

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন থেকে ফালু মিয়া নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

বুধবার সকালে ইউনিয়নের হেমায়েতপুর এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কবির মিয়া আরটিভি অনলাইনকে জানান, বুধবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে ফালু মিয়ার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই কবির আরো জানান, সম্পত্তি দখলের জন্য ছেলে দ্বীন ইসলাম ও বউ ঝুমকি বেগম ফালু মিয়াকে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।

এদিকে ফালু মিয়ার মৃত্যু নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন। সম্পত্তির জন্য বাবাকে হত্যার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে কিভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার এসআই কবির মিয়া।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সাত তলা থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
X
Fresh