• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বেনাপোলে ৮৫ লাখ টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল প্রতিনিধি

  ১৭ অক্টোবর ২০১৭, ১৭:১৪

যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৮টি স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধার করা দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারের বাজার মূল্য আনুমানিক ৮৫ লাখ টাকা।

আটককৃতের নাম শ্রবণ বিশ্বাস। তিনি ভারতের উত্তর চব্বিশপরগনা জেলার বনর্গাঁ এলাকার চড়ুইগাছি গ্রামের বিরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।

আটক স্বর্ণের মালিক বনগাঁ থানার ভিড়া গ্রামের মিজানুর রহমান বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, মঙ্গলবার সকালে বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হওয়ার খবর পাই। পরে অভিযান চালিয়ে ঘিবা মাঠ থেকে শ্রবণকে আটক করে। তার কাছ থেকে ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে এবং স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
স্বর্ণের দাম আরও কমলো
বিশ্বমঞ্চে বক্সিংয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি জিন্নাত ফেরদৌস
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 
X
Fresh