• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৬ অক্টোবর ২০১৭, ১৯:৪৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। সোমবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন হানিফ সুমন (২০), গিয়াস উদ্দিন (২৩), রাহুল শীল (২১) ও আল রিয়াদ (১৭)।

নগরীর চকবাজার থানার ওসি নুরুল হুদা প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরটিভি অনলাইনকে জানান, সুভাষ মল্লিক সবুজ গ্রুপের এক কর্মী কলেজের মূল ফটক সংলগ্ন ব্যাংকের কাছে এলে অপর গ্রুপ মাহমুদুল করিমের কর্মীরা তাকে মারপিট করে। এরপর দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। ব্যবসায়ীরা ভয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়।

এর আগে রোববারও কলেজ ক্যাম্পাসে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন উপলক্ষে ব্যানার টাঙ্গানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার। তবে আহতদের অবস্থা গুরুতর নয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh