• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

বাগেরহাট প্রতিনিধি

  ১৬ অক্টোবর ২০১৭, ১১:৩৬

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোক্তার মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন। র‌্যাবের দাবি নিহত যুবক সুন্দরবনের বনদস্যু লিটন বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’।

সোমবার সকালে উপজেলার শৈলখালে র‍্যাবের সঙ্গে এ কথিত বন্দুকযুদ্ধ হয়। এ সময় সেখান থেকে ২১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭টি গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৮-এর সিও লে. কর্নেল আনোয়ার উজ জামান বলেন, সুন্দরবনের দস্যু দমনে নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার ভোরে র‍্যাব সদস্যরা বনের শৈলখাল এলাকায় যান। এ সময় সেখানে ওত পেতে থাকা বনদস্যু লিটন বাহিনীর সদস্যরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি করে। প্রায় আধঘণ্টা এক পর্যায়ে বনদস্যুরা গভীর জঙ্গলে পালিয়ে গেলে সেখান থেকে মোক্তার মোল্লার মরদেহ উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরো জানান, ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, দুটি ওয়ান শুটারগান, ১৬টি পাইপগান, ৩৭টি তাজা গুলিসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবনের ২ চিত্রা হরিণ পাথরঘাটা থেকে উদ্ধার
সুন্দরবনে আজ থেকে মধু আহরণ শুরু
কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্ত
X
Fresh