• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

টেকনাফে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ৮ লাশ উদ্ধার

টেকনাফ প্রতিনিধি

  ১৬ অক্টোবর ২০১৭, ০৮:৫৭

টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার সাগরে ফের রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও চার শিশু রয়েছে।

সোমবার ভোরে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শেখ আশরাফুজ্জামান বলেন, রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবার ঘটনা শুনতে পেরেছি।

স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে পালিয়ে আসা অন্তত ৬৫ জন রোহিঙ্গাবাহী একটি নৌকা ভোরে সাগরে ডুবে যায়। নৌকাডুবির এ ঘটনায় এখন পর্যন্ত আট মরদেহ এবং ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গেলো ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সগরে রোহিঙ্গাবাহী ২৬টি নৌকাডুবির ঘটনায় ১৭৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৭৬ জন রোহিঙ্গা। রোহিঙ্গাদের মরদেহের মধ্যে ৯০ জন শিশু, ৫৭ জন নারী ও ২৯ জন পুরুষ।

এর আগে ২৫ আগাস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেদেশের সেনাবাহিনী মুসলিম রোহিঙ্গাদের দমন অভিযান শুরুর পর পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হঠাৎ ২১ মর্টার শেল বিস্ফোরণ, কাঁপল টেকনাফ
গুলি-মর্টার শেলের শব্দে টেকনাফ সীমান্তে আতঙ্ক
মিয়ানমারে রাতভর গোলার শব্দ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
টেকনাফ সীমান্তে ভারী গোলাগুলি, মিয়ানমারে উড়ছে কালো ধোঁয়া  
X
Fresh