• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

রাস্তায় পড়ে থাকা নবজাতকের দায়িত্ব নিলেন নারী কাউন্সিলর

চট্টগ্রাম প্রতিনিধি

  ১৫ অক্টোবর ২০১৭, ২৩:৫৪

চট্টগ্রামের পতেঙ্গায় এক নবজাতককে উদ্ধার করলেন স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহানূর বেগম।

রোববার সকাল ১১টার দিকে পতেঙ্গার নাজিরপাড়া এলাকার একটি রাস্তার পাশ থেকে নবজাতকটিকে উদ্ধার করেন তিনি।

পরে শিশুটিকে এলাকার ক্লিনিকে নিয়ে আসেন। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতকটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন মেডিকেলের চিকিৎসকরা।

কাউন্সিলর শাহানূর আরটিভি অনলাইনকে জানান, নিজ এলাকায় বিচার শেষে বাসায় ফেরার সময় নাজিরপাড়া এলাকায় মানুষের জটলা দেখতে পান তিনি। সেখানে ভিড় ঠেলে গিয়ে দেখেন মানসিক ভারসাম্যহীন মহিলার পাশে একটি নবজাতক পড়ে আছে। পরে শিশুটিকে নিজ হেফাজতে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। এ সময় শিশুটিকে কয়েকজন নিয়ে যেতে চাইলেও কাউন্সিলর তাদের দেননি।

ঘটনাস্থলে থাকা স্থানীয়রা জানান, মানসিক ভারসম্যহীন একজন মহিলা নবজাতকটির জন্ম দিয়েছেন। বর্তমানে শিশুটি কাউন্সিলরের হেফাজতে আছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ময়মনসিংহে কাউন্সিলরের ওপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
হিলিতে কাউন্সিলরকে মারধর, পৌরসভার নাগরিক সেবা বন্ধ
কিশোর গ্যাংয়ের প্রশ্রয়দাতা কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ডিবিপ্রধান
ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরি
X
Fresh