• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সারাদেশে সিরিজ বোমা হামলা: জেএমবি নেতার যাবজ্জীবন

মৌলভীবাজার প্রতিনিধি

  ১৫ অক্টোবর ২০১৭, ১৬:৫৪

২০০৫ সালে সারাদেশে একযোগে বোমা হামলার ঘটনায় মৌলভীবাজারে এক জেএমবি নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম কামাল উদ্দিন (৪২) । তিনি নেত্রকোনার বালিঝুড়ি গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।

রোববার দুপুরে আসামির উপস্থিতিতে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন বলে জানান পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম আজাদুর রহমান।

পিপি জানিয়েছেন, জেএমবির মৌলভীবাজার অঞ্চলের দায়িত্বে ছিলেন কামাল। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরো তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জেএমবি। এর অংশ হিসেবে এসব জেলার ৬৩৪টি স্থানে বোমা ফাটিয়ে আতঙ্ক তৈরি করে তারা।

মামলার বরাত দিয়ে পিপি এস এম আজাদুর জানান, ওই দিন মৌলভীবাজার কুসুমবাগ এলাকার মধুবন হোটেলের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় কামাল উদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ২০০৬ সালে মামলাটি জেলা জজ ও বিশেষ ক্ষমতা আইনে স্থানান্তরিত হয়।

দীর্ঘ শুনানি শেষে রোববার আদালত এ রায় দেন বলে জানান তিনি।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
X
Fresh