• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১৮ রোহিঙ্গাকে পুশ ইন করেছে বিএসএফ

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৩ অক্টোবর ২০১৭, ১৬:৪৫

তিন বছর ধরে ভারতে বসবাস করা ১৮ রোহিঙ্গাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশে পুশ ইন করেছে। শুক্রবার সকাল ৭টার দিকে তারা বাংলাদেশে প্রবেশ করে।

তারা এখন স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়িতে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে ১০টি শিশু, পাঁচ নারী ও তিনজন পুরুষ সদস্য রয়েছেন।

পুশ ইন হওয়া রোহিঙ্গা সদস্য আবু তাহের জানান, বিএসএফ গণরাজপুর ক্যাম্পের সদস্যরা তার স্ত্রী পেদানা খাতুনকে (২০) আটকে রেখেছেন।

তিনি তার এক বছর বয়সী শিশুকে নিয়ে বাংলাদেশে এসেছেন। কেন তাকে রেখে দেয়া হয়েছে তা অবশ্য তিনি জানাতে পারেননি।

উদ্ধারকৃতরা হলেন- রুপিয়া খাতুন, রোকেয়া খাতুন, আবু তাহের, আবদুর রহিম, রেহানা খাতুন ও আলিমুদ্দিন।

এ ছাড়া শিশুরা হচ্ছে শাহরুখ, আজিজুর, জিয়ারুল, জুবাইদ, সুমাইয়া, গুলশান আরা, এনায়েতুর, মাহবুব,সুফিয়া, জুবায়ের, রাশিদা ও সালমা খাতুন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হিজলদী সীমান্ত চৌকির (বিওপি) নায়েক সুবেদার ওমর ফারুক জানান, রোহিঙ্গা পুশ ইনের খবর পেয়ে তিনি ইউপি সদস্য নজরুলের বাড়িতে যান।

তিনি তাদের সঙ্গে কথা বলে জানতে পারেন, বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তিনি আরও জানান, পুশ ইন হওয়া রোহিঙ্গাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

সাতক্ষীরা সীমান্ত দিয়ে গত তিন সপ্তাহের ব্যবধানে চারটি পৃথক ঘটনায় ৫৭ রোহিঙ্গা সদস্যকে পুশ ইন করেছে ভারত।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh