• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ছাগল চুরি করতে এসে গণপিটুনিতে মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৩ অক্টোবর ২০১৭, ১১:৫৮

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার নাটুয়াপাড়ার চর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির নাম উজ্জ্বল হাসান (৪৫)। তিনি উপজেলার চরগিরিস ইউনিয়নের চরনাতিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।

নাটুয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাতে নাটুয়াপাড়া চরের বিভিন্ন বাড়িতে ছাগল চুরি করার জন্য হানা দেয় উজ্জ্বল হাসান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে উজ্জ্বল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ শুক্রবার সকাল নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, নাটুয়াপাড়া চরে প্রায়ই চুরির ঘটনা ঘটে। চোরের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এই এলাকায় গবাদি পশু প্রায়ই চুরি হয়ে থাকে। এখানকার অধিকাংশ মানুষেই দরিদ্র। চোরের এই উৎপাতের কারণে অনেক সময়েই তাদের প্রয়োজনীয় মূল্যবান সম্পদটি হারাতে হয়। ফলে এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। গেলো রাতে ছাগল চুরি করতে এসে ধরা পড়ে উজ্জ্বল নামের ওই ব্যক্তি। পরে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণপিটুনিতে ২ জনের মৃত্যু
হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
সোনারগাঁয়ে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪
ভোট কিনতে গিয়ে গণপিটুনি খেলেন মেয়র
X
Fresh