• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

  ১২ অক্টোবর ২০১৭, ১০:২২

হবিগঞ্জের বাহুবলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত যুবক ডাকাত দলের সদস্য।

বৃহস্পতিবার ভোরে বাহুবল উপজেলার দারাগাঁও চা বাগানের ২ নম্বর সেকশন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম মদন মিয়া ওরফে মোজাম্মেল (৩৪)। তার বাড়ি বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শাহপুর গ্রামে।

পুলিশ জানায়, সাতটি মামলার আসামি মদনকে বুধবার গ্রেপ্তার করে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার ও অন্যান্য ডাকাতদের ধরতে বৃহস্পতিবার ভোরে অভিযানে নামে পুলিশ। অভিযানের সময় হঠাৎ পুলিশের ওপর গুলিবর্ষণ করে ডাকাত মদনের সহযোগীরা। পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে ডাকাত মদন পুলিশের কাছ থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় ডাকাতদের ছোড়া গুলি লাগে মদনের বুকে। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মোদনকে মৃত ঘোষণা করেন।

বাহুবল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, নিহত ডাকাত মদনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। সে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ছিল।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh