• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ময়মনসিংহে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ প্রতিনিধি

  ১১ অক্টোবর ২০১৭, ১০:৩০

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে আন্ত:নগর যমুনা এক্সপ্রেসের পাওয়ার বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া জানান, গফরগাঁও স্টেশন এলাকায় যমুনা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। ওই ঘটনায় ঢাকার সঙ্গে ময়মনসিংহ ও জামালপুরের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

তিনি জানান, রেলওয়ে প্রকৌশল বিভাগের স্থানীয় কর্মীরা লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছেন।

এদিকে যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে পড়ায় ওই পথের চারটি স্টেশনে চারটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এদের মধ্যে দেওয়ানগঞ্জগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন কাওরাইদ রেলস্টেশনে, জাজিরাগামী বলাকা এক্সপ্রেস ট্রেন মশাখালী, ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেন ফাতেমানগর এবং ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন ধলা স্টেশনে যাত্রার অপেক্ষায় রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় চলাচল বন্ধ
কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত
X
Fresh