• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বগুড়ায় বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি

  ১১ অক্টোবর ২০১৭, ০৮:৫৫

ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরতররি চারমাথা কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় যাত্রীবাহী কোচের চাকার নিচে পড়ে পিতা-পুত্রসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদরের শশবিদনী গ্রামের আবুল কালাম (৪২), তার ছেলে হৃদয় (২৬) এবং তাদের পার্শ্ববর্তী রজাকপুর গ্রামের অমলের ছেলে গেদা (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে ঢাকামুখী শ্রামরী পরিবহনের একটি যাত্রীবাহী কোচ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয় জনতা কোচটি আটক করে। সদর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ জন নিহতের বিষয়টিসহ তাদের নাম ঠিকানা নিশ্চিত করেছেন। কোচটি আটক করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
কাভার্ডভ্যানের চাপায় চিকিৎসক নিহত
বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ব্র্যাককর্মীর মৃত্যু
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
X
Fresh