• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিদায়কে স্মরণীয় করতে 'মানব মানচিত্র'

বগুড়া প্রতিনিধি

  ০৯ অক্টোবর ২০১৭, ২১:০৭

নিজেদের বিদায়কে স্মরণীয় করে রাখতে মানব মানচিত্র তৈরি করল বগুড়া জিলা স্কুলের ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীরা।

এতে অংশ নেয় প্রতিষ্ঠানের এক হাজার ৩৫৬ শিক্ষার্থী। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, সোমবার দুপুরে শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে স্কুল মাঠে চলে আসে। নকশা অনুযায়ী তারা বসে পড়েন।

কিছুক্ষণের মধ্যে পুরো মাঠের চিত্র পাল্টে বাংলাদেশের মানচিত্রে রূপ নেয়। এসময় প্রত্যেকের পরনে ছিল স্কুলের নির্ধারিত পোশাক। কয়েকজন শিক্ষার্থীর হাতে ছিল লাল-সবুজের পতাকা।

শিক্ষার্থীদের গড়ে তোলা এই ‘মানব মানচিত্র’ দেখতে উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী শাকিব আল মাহমুদ, মিঠুন প্রামাণিক, তানমিম আলমসহ একাধিক শিক্ষার্থী জানায়, এসএসসি পরীক্ষার পর যথা নিয়মে প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হবে। স্মরণীয় কিছু করতেই এই মানব মানচিত্র গড়ার পরিকল্পনা করে তারা।

বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু নূর মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী বলেন, তরুণ শিক্ষার্থীদের এ উদ্যোগ প্রশংসনীয়। আগামী প্রজন্মের দেশের প্রতি অগাধ ভক্তি ও ভালবাসার চিত্র। এসব তরুণরাই আগামী দিনে দেশের জন্য কল্যাণকর কাজ করবে।

কে/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh