• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তিন সন্তানসহ আত্মসমর্পণ করেছেন মারজানের বোন

আরটিভি অনলাইন রিপোর্ট, যশোর

  ০৯ অক্টোবর ২০১৭, ১৭:৩৯

যশোরের ঘোপ নোয়াপাড়া রোডে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে তিন শিশু সন্তানসহ নব্য জেএমবির শীর্ষনেতা নুরুল ইসলাম মারজানের বোন খাদিজা আত্মসমর্পণ করেছেন।

সোমবার দুপুরে পুলিশ আত্মসমর্পণের আহ্বান জানালে তিনি শর্তসাপেক্ষে ওই বাড়ি থেকে সন্তানসহ বেরিয়ে আসেন।

জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত খাদিজা তার বাবা-মার উপস্থিতিতে আত্মসমর্পণ করবেন বলে জানান। পরবর্তীতে পাবনা থেকে তার বাবা-মা আসলে তিনি আত্মসমর্পণ করেন।

পুলিশ সুপার আনিসুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

এরইমধ্যে বাড়িটির ভেতরে প্রবেশ করছে আইনশৃঙ্খলা বাহিনী। চলছে তল্লাশি অভিযান। নিরাপত্তার স্বার্থে বাড়িটির আশেপাশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রোববার দিনগত রাত দুইটা থেকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা ওই বাড়ি ঘিরে রাখে।

সোমবার সকালে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছায় সোয়াত টিম ও বোম ডিস্পোজাল ইউনিট। পরে বাড়িটির দ্বিতীয় তলায় অবস্থান করা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানায় পুলিশ।

কে/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মামলা থেকে অব্যাহতি পেলেন জবি শিক্ষার্থী খাদিজা
সনির সংসদ সদস্য পদ বাতিল চেয়ে রিট
ডিজিটাল আইনের মামলা থেকে জবি শিক্ষার্থী খাদিজাকে অব্যাহতি
X
Fresh