• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৯ অক্টোবর ২০১৭, ১১:২১

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ভোরে উপজেলার জামালপুর সীমান্ত এলাকার মথুরাপুর বাজারের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম বুলবুল হোসেন (২৪)। তিনি উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবার হোসেনের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান আরটিভি অনলাইনকে জানান, রোববার (৮ অক্টোবর) দিনগত গভীর রাতে বুলবুলসহ ৭-৮ জন মাদক পাচারকারী অবৈধভাবে ভারতে যান। মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি করে। এতে বুলবুল হোসেন কোমরে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পরে সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। এরপর থেকে বুলবুল আত্মগোপন করে চিকিৎসা নেয়ার চেষ্টা করছিল।

পরে সোমবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দৌলতপুর থানার মথুরাপুর বাজারের রাস্তার পাশ থেকে বুলবুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, বিএসফের গুলিতে বুলবুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আরো খোঁজ নেয়া হচ্ছে। বুলবুলের সহযোগীদের আটক করার চেষ্টা চলছে।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh