• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সবুজ শিমগাছটি মুহূর্তে লাল হয়ে গেলো

আরটিভি অনলাইন রিপোর্ট, কুমিল্লা

  ০৭ অক্টোবর ২০১৭, ১৬:০৩

প্রিয় শিমগাছটিকে ছাগলের হাত থেকে বাঁচানোর জন্যই প্রতিবেশীর সঙ্গে তর্কবিতর্ক হয় আলমগীরের। হয়তো তখনো তিনি জানতেন না এই তর্কই তার কাল হয়ে দাঁড়াবে। ছুরির আঘাতে প্রাণ দিতে হবে তাকে।আর মুহূর্তেই মনিবের রক্তে লাল হয়ে উঠবে গাঢ় সবুজ শিমগাছটি।

ছাগলের এই শিম গাছ খাওয়াকে কেন্দ্র করেই কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আলমগীর নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুই জন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন(২৮)ওই গ্রামের মোসলেম মিয়ার ছেলে।

মনোহরগঞ্জ থানার ওসি সামছুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, আলমগীর হোসেনের বাড়ির শিম গাছ খেয়ে ফেলে তাদের প্রতিবেশীদের ছাগল। এ বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আলমগীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে প্রতিপক্ষ কামাল হোসেন। ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। এসময় আলমগীরের স্বজনরা এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

জেবি/আরকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh