• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সুন্দরবনে ২৫ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

অনলাইন ডেস্ক
  ১৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৩

সুন্দরবনে মুক্তিপণ দাবিতে ২৫ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গির বাহিনীর সদস্যরা। এরমধ্যে চাঁপাই রেঞ্জের ধানসিদ্ধির চর এলাকা থেকে ২০ জন ও কাগাবগার চর এলাকা থেকে ৫জন অপহৃত হয়।

বুধবার সকালে মাছ ধরার সময় জেলেদের অপহরণ করা হয়। জেলেদের বাড়ী বাগেরহাটের মংলা উপজেলার চিলা, উলুবুনিয়া ও রামপালে।

দস্যুরা জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ছাড়া জেলেদের নৌকায় থাকা বিপুল ইলিশ, মাছ ধরা জাল, মোবাইল ফোন ও জ্বালানি তেল লুটে নিয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট এম ফরিদুজ্জামান জানান, অপহরণের খবর পেয়ে কোস্টগার্ডের দুটি টহল দল উদ্ধার অভিযানে নেমেছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh