• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

  ০৫ অক্টোবর ২০১৭, ০৯:০৭

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে জাহাঙ্গীর হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত জাহাঙ্গীর হোসেন বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

বুধবার বিকেলে বলদিয়া সীমান্তে তোরশা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়।

জানা যায়, বিকেলে জাহাঙ্গীর তোরশা নদীতে মাছ ধরতে গেলে সেসময় ভারতের লক্ষ্মীমারী রোস্তম ক্যাম্পের বিএসএফ টহল দল তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ভুরুঙ্গামারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কুড়িগ্রাম-৪৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ জানান, বিকেল ৫টার দিকে গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে ভুরুঙ্গামারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুভাস চন্দ্র রায় বলেন, হাসপাতালে আনার আগেই জাহাঙ্গীরের মৃত্যু হয়েছে। তার বাম হাত ও পাঁজরে গুলি লেগেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু
মেহেদির রং শুকানোর আগেই প্রাণ গেল প্রবাসী যুবকের
ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাভারে যুবকের মৃত্যু
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
X
Fresh