• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন যতীন্দ্র লাল ত্রিপুরা

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি

  ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২০:৩৮

খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলাম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডব পরিদর্শন করেছেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান শ্রী যতীন্দ্র লাল ত্রিপুরা।

পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সরকার। তাই সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে একে অপরের ধর্ম পালন করতে হবে।

এ উৎসবের মাধ্যমে পাহাড়ে অশুভ কর্মকাণ্ডকে পরিহার করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করার আহ্বান জানান যতীন্দ্র লাল ত্রিপুরা।

বৃহস্পতিবার সকালে টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) নিজ বাসা থেকে জেলা শহরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির, শান্তিনগর পূজামণ্ডপ ও সিঙ্গিনালা পূজামণ্ডপ পরিদর্শনে যান।

এসময় তিনি পূজা উদযাপন ও মন্দির কমিটির নেতাদের সাথে কথা বলেন এবং পূজামণ্ডপগুলোর খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে তিনি সিঙ্গিনালা মন্দিরের জন্য বিশ হাজার টাকা অনুদান ঘোষণা করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

পরে তিনি জেলার পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার পূজামণ্ডপগুলো পরিদর্শনের উদ্দেশ্যে রওনা করেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh