• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে বোমাসহ রোহিঙ্গা যুবক আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৭

কক্সবাজারের টেকনাফে বোমাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

ওই যুবক মিয়ানমারের রাখাইনের মংডু থানার ঢেকিবনিয়া গ্রামের জিয়াবুল হকের পুত্র শফিকুল ইসলাম (২৫)।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে হোয়াইক্যং কেরুনতলীতে নতুন করে গড়া উঠা রোহিঙ্গা বস্তি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোহেল মিয়ার নেতৃত্বে টহলদল একটি বোমাসহ রোহিঙ্গা যুবক শফিকুলকে আটক করে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহেল মিয়া সংবাদের সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, আটক ব্যক্তিকে টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হবে।

গেলো ২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইনে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর ওই রাজ্যে রোহিঙ্গাদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর নিপীড়ন শুরু হয়।

এ সহিংসতায় কয়েক শ’ রোহিঙ্গা নিহত হন। ধর্ষণের শিকার হন অনেক নারী। প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেন। যার বেশির ভাগই শিশু ও নারী।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
X
Fresh