• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হিলি সীমান্তে পাচারের সময় দুই শিশু উদ্ধার

আরটিভি অনলাইন, দিনাজপুর

  ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৪

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাচারের জন্য আনা দুই শিশুকে উদ্ধার করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ তাদের অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করে।

সোমবার রাত সাড়ে নয়টার দিকে তাদের উদ্ধার করা হয়।

শিশু দুটি হলো ঢাকার ওয়ারী এলাকার ফজলে রাব্বি ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার আসলাম।

হাকিমপুর থানার পরিদর্শক (এসআই) মো. আনিসুর রহমান আনিস আরটিভি অনলাইনকে জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে পাচারকারীরা দুই শিশুকে একটি সাদা মাইক্রোবাস করে ঢাকা থেকে হিলি সীমান্তের জিরো পয়েন্টের কাছে নিয়ে আসে। এ সময় শিশু দুটি কৌশলে মাইক্রোবাস থেকে দৌড়ে পাশের মসজিদে আশ্রয় নিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন পুশিকে খবর দিলে পুলিশ এসে তাদের সেখান থেকে উদ্ধার করে হিলির হাকিমপুর হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো জানান, সাদা মাইক্রোবাসটি আটকের চেষ্টা চলছে।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh