• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

আরটিভি অনলাইন রিপোর্ট, চুয়াডাঙ্গা

  ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪২

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে ১ লাখ ৫৮৮ বোতল ফেনসিডিল, ১০৮ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এসময় চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের হেড কোয়ার্টারের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি পশ্চিম অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজি তৌফিকুল ইসলাম।

তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে সমাজ থেকে মাদক নির্মূল সম্ভব। এ অঞ্চলে মাদকের অবস্থান জিরো টলারেন্সে আনতে সকলের সহযোগিতা চাইলেন তিনি।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল আবু সঈদ আল মসউদ, চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল রাশিদুল আলম, চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার নিজাম উদ্দিন, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু প্রমুখ।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত থেকে গেলো দুই বছরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য নষ্ট করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ লাখ ৫৮৮ বোতল ফেনসিডিল, ১০৮ কেজি গাঁজা, প্রায় ৩৮ হাজার বোতল ভারতীয় মদ ও ২৩ হাজার ২১১ পিস ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক মূল্য ১০ কোটি ৪৩ লাখ ২২ হাজার ৭০২ টাকা।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh